০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

- সংগৃহীত

লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে দেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে সিকিউরিটি সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে সামরিক ও আধা-সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জরুরি ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

পদের নাম ও প্রয়োজনীয় যোগ্যতাসমূহ নিম্নে উল্লেখ করা হলো।

সিকিউরিটি সুপারভাইজার
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। বয়স সর্বোচ্চ ৫০ বছর।

অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। বয়স সর্বোচ্চ ৪৫ বছর।

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল ও তদনিম্ন অথবা আধা-সামরিক বাহিনীর সমমান। বয়স সর্বোচ্চ ৪০ বছর।

অন্যান্য যোগ্যতা

  • শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান (সকল ক্ষেত্রে)
  • নূন্যতম উচ্চতা : ৫’৬” (১৬৭.৬৪ সেন্টিমিটার)।
  • বিএমআই : ১৮-২৫ এর মধ্যে থাকতে হবে।
  • শারীরিকভাবে সুঠামদেহের অধিকারী হতে হবে।
  • প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচায়পত্র থাকতে হবে।
  • চোখের দৃষ্টি ৬/৬ হতে হবে এবং চশমা ব্যবহার করা যাবে না।
  • প্রার্থীদের অবশ্যই অধূমপায়ী হতে হবে।
  • বাহিনীর চাকরী থেকে বরখাস্ত হওয়াকে অযোগ্যতা হিসাবে বিবেচনা করা হবে।

কাজের দায়িত্বসমূহ

  • এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি ও নিশ্চিত করা।
  • ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা।

বেতন ও সুযোগ-সুবিধা

  • মাসিক বেতন : সিকিউরিটি সুপারভাইজার ৩০,০০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার ২৩,০০০ টাকা, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ১৮,০০০ টাকা।
  • চিকিৎসা বীমা, সাপ্তাহিক দু’দিন ছুটি।
  • বার্ষিক বেতন পর্যালোচনা।
  • উৎসব ভাতা ও অন্যান্য কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
  • ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।

কর্মক্ষেত্র

  • বাংলাদেশের যেকোনো জায়গায় এবং ঢাকা বিমানবন্দর।

চাকরির ধরন

  • ফুল টাইম

যোগ্য প্রার্থীদেরকে নিম্নলিখিত লিংকে গিয়ে আবেদন করতে হবে।
সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদনের লিংক : https://shorturl.at/678HN
আসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদনের লিংক : https://shorturl.at/4bhCi
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের লিংক : https://shorturl.at/HUXmy

বিশেষ দ্রষ্টব্য

  • হার্ডকপি সিভি গ্রহণ করা হবে না।
  • ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়েই কাউকে কোন ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয় না। চাকরি-প্রত্যাশীদের সবধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। যেকোনো ধরনের সুপারিশ/রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল